আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় বলশীদ হাজী আকুব আলী বিদ্যালয় মিলনায়তন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন চাঁদপুর–৫( শাহারাস্তি হাজিগঞ্জ) গণমানুষের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সর্ম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি।ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি( ভারপ্রাপ্ত) আব্দুর রউফ এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজিলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড় উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, মোঃ বিল্লাল হোসেন তুষার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াছ মিন্টু, সাবেক পৌর আওয়ামীলীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ শফিউল আজম স্বপন। আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মান্নান বেপারী মোঃ আব্দুল গফুর রফিকুল ইসলাম রকিসভায় আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নাম বর্ধিত সভায় প্রস্তাব ও সমর্থন প্রস্তাপনা জানান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের সভাপতি /সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।এতে ৮ জন প্রার্থীর প্রস্তাবনা জানান।টামটা উত্তর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোঃ ওমর ফারুক দর্জি, মোঃ আলমগীর কবির পলাশ, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রউফ দর্জি, মোঃ দিদার হোসেন পাটোয়ারী, মোঃ মনিরুজ্জামান শান্ত, মোঃ শফিউল আযম স্বপন ও মোঃ কামাল হোসেন।একইদিন বিকাল ৪টায় আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ শফিকুর রহমান মজুমদারের সঞ্চালনায় বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ৯ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রস্তাব করা হয়, এতে মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া মানিক, মোঃ কাজী নজরুল ইসলাম, আলহাজ্ব মোঃ শফিকুর রহমান মজুমদার, মোঃ আবুল খায়ের মোল্লা, মোঃ কামাল হোসেন, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, জাহানারা বেগম ও মোঃ ইকবাল হোসেন।সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হলে প্রতিটি ইউনিয়নে দলীয় নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এতে ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকের বিজয়ী নিশ্চিত করতে হবে।
Leave a Reply