‘জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মানে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক জুম মিটিং গত ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজুর পরিচালনায় বিভিন্ন গণগ্রন্থাগার পরিষদের নেতৃবৃন্দ বক্তাব্য রাখেন । পরিশেষে মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয় । এতে শহীদ কানু স্মৃতি পাঠাগারের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল কে সভাপতি ও সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ মোকাম্মেল আলী মুন্না কে সাধারণ সম্পাদক এবংপ্রভাষক জলি পালকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ সুধীমহলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।
Leave a Reply