মানব জাতির গর্ব অতি- সখ্যতা মোর সাথে
দ্রæতলয়ে এগিয়ে চলছে- তাকায়না পশ্চাতে।
আজকের দিনে মানুষেরা- গ্রহান্তরে যায়
উর্ধ-পানেই চলছে ছুটে- গতিতে বেগ পায়।
আকাংখ্যার বেগ বাড়ছে যতো- বনছে অসংযত।
পৃথিবীতে কেন আসা- কিই বা তার কাজ
আত্মস্বার্থে নিবন্দিত- হারিয়ে গেছে লাজ।
লজ্জা হলো বোধ বিবেকের- সীমা নির্ধারক
কর্তব্য সাধিতে গিয়ে- বন্্ছে প্রতারক।
‘আমিই সেরা’, ‘আমারই সব’- বোধেতে যেই জাগে
নৈতিকতা, মানবতা- মানবদেহ ছাড়ে।
মরুভূমি বনে হৃদয়- সম্প্রীতি হয় দৃশ্যান্তর
মনুষত্বের মরুকরন- জীবন ঠেকে অবান্তর।
যে যুগেই যতোবার- বিকাশ হয় আমার
মানব জাতির নৃশংসতায়- ধ্বংস বারাংবার।
আশুরীয়, আজটেক- সিন্ধু কি রোমান
মানব জাতির হাত ধরেই- হলো মোর উত্থান।
‘শুধুই আমার’, ‘আমিই সেরা’- যেই ক্ষনে জাগলো মানব বোধে
সম্প্রীতি হয় নির্বাসিত- পেশী শক্তি উঠে আসে জাতে।
অত্যাচার আর রক্ত বন্যায়- ভেসে গেলাম আমি
স্বাক্ষী আছে ইতিহাস- স্বাক্ষী অন্তর্যামী।
আত্মম্ভরি মানুষ আজ- করছে আমার গর্ব
অন্তরদ্বন্ধে হচ্ছি বিলীন- হারাচ্ছি সর্বস্ব।
যুদ্ধক্ষেত্র বনছে বিশ্ব- আমার এখন ওষ্ঠাগত প্রান
যে কোন মূহুর্তে আমার- হবে অবসান।
ঢাকাঃ ২৭শে ফেব্রæয়ারী ২০২০ইং
Leave a Reply